উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ হাইকোর্টের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

navbharat-times

নিউজ ডেস্ক : উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।২০১৬ সালে তৈরি ফাইনাল মেরিট লিস্ট এবং প্যানেল বাতিল করে নতুন করে সমগ্র প্রক্রিয়া শুরু করার আদেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ।

আগামী ৮ সপ্তাহের মধ্যে নতুন মেরিট লিস্ট তৈরীর প্রক্রিয়া সম্পন্ন করতে বলছে হাইকোর্ট এবং আগামী বছরের ৩১ শে জুলাই এর মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছেন কলকাতা হাইকোর্ট। করণা আবহে কমিশন চাইলে ভার্চুয়ালি প্রক্রিয়া শুরু করতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য ২০১১ এবং ২০১৫ সালে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা নেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ভেরিফিকেশনের জন্য। কিন্তু ২০১৯ সালে কলকাতা হাইকোর্টে দায়ের করা এক মামলায় মামলাকারীদের অভিযোগ ২০১৬ সালে তৈরি এই মেরিট লিস্ট এবং প্যানেলে স্বচ্ছতা যথেষ্ট অভাব রয়েছে এক্ষেত্রে আর্থিক কারচুপি এবং দুর্নীতির একাধিক অভিযোগ এসেছে বলে অভিযোগ। সেই কারণেই নতুন করে গোটা প্রক্রিয়া শুরু করার নির্দেশ হাইকোর্টের।

এই নির্দেশে খুশি টেট পরীক্ষায় উত্তীর্ণ অনেকে আবার হতাশার সুর শোনা গেছে অনেকের গলাতে। তাদের বক্তব্য এত দিন আগে টেট পরীক্ষা সম্পন্ন হলেও নিয়োগ প্রক্রিয়া বহুদিন বাদে শুরু হবার দ্বারপ্রান্তে থাকলেও আবার সেই হাইকোর্টের দরজা থেকেই আটকে গেল তবে আশার কথা হলো এবারে প্রক্রিয়ায় হাইকোর্টের নজরদারিতে স্বচ্ছতার পরিমাণ পূর্বের তুলনায় বেশি থাকবে। মামলাকারীর হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর