অপরাধের তালিকায় শীর্ষে রাজধানী দিল্লীঃ NCRB রিপোর্ট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

child-abuse-03

এনবিটিভি ডেস্কঃ ১৪ই সেপ্টেম্বর প্রকাশিত হলো NCRB (National Crime Records Bureau) ২০২০-র রিপোর্ট। উঠে এলো চাঞ্চল্যকর তথ্য দেশের বিভিন্ন রাজ্যর বিশেষ করে রাজধানী দিল্লীর।
রিপোর্টে বলা হয়, দিল্লীতে সারা রাজ্য জুড়ে ২০২০ সালে মোট FIR (First Investigation Report) নথিভূক্ত হয় ২৪৫৮৪৪ টি। যার মধ্যে ৩৭৭০ টি শিশু পাচার হয় দিল্লীতে ওই একই বছরে। যা দেশের ১৯ টি বড়ো শহরগুলির মধ্যে সবথেকে বেশী। দিল্লীর পরেই আছে চেন্নাইয়ের দ্বিতীয় স্থান। FIR নথিভূক্ত করনের দিক দিয়ে। যেখানে চেন্নাইয়ে ১০ লক্ষ মানুষের মধ্যে ১০১.৬ জন জড়িত অপরাধের সঙ্গে ও মুম্বাইয়ে ২৭.২ জন এবং কলকাতাতে ১০.৯ জন। রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে কলকাতাতে সবচেয়ে কম অপরাধ মূলক ঘটনা ঘটেছে।

 

দিল্লী পুলিশের মুখপাত্র চিন্ময় বিসওয়াল জানান “দিল্লীতে সবচেয়ে বেশী FIR নতিভূক্ত হওয়ার পিছনে অনেক কারণ আছে তা হলো :-
1.দিল্লীতে অনলাইনের মাধ্যমে FIR নতিভূক্ত করতে পারে, ফলে সাধারণ মানুষ খুব সহজেই করতে পেরেছে। এমনকি ৬৬% অপরাধমূলক FIR নতিভূক্ত হয় অনলাইনের মাধ্যমে।
2.অন্য রাজ্যর মানুষ দিল্লীতে FIR নতিভূক্ত করলে দিল্লী পুলিশ তাদের নিজ রাজ্যতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
3.সবচেয়ে বড় কথা হলো, যেকোনো সাধারণ মানুষ দিল্লীর কোনো এক থানাতে FIR নতিভূক্ত করতে পারে সহজে।
বিশ্ওয়াল আরও জানান যে, সাধারণ মানুষ তাদের সমস্যাগুলী নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায়তে ঘুরে বেড়াক দিল্লী পুলিশ চায়না। আমরা দিল্লীর প্রত্যেক মানুষের কাছে আবেদন করবো তারা আইন যেন নিজ হাতে না তুলে নেন।“

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর