“ক্ষমা চাইবো না” মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্টে সাফ জানালেন রাহুল গান্ধী

এনবিটিভি, ওয়েব ডেস্ক: “ক্ষমা চাইবো না” মোদী পদবি মামলায় বুধবার সুপ্রিম কোর্টে স্পষ্ট জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ৪ আগস্ট শুনানির আগে ৬৯ পাতার এফিডেভিট জমা দেন তিনি।

তিনি বলেন, “জনপ্রতিনিধি আইনের অপব্যবহার করে আমাকে বিপাকে ফেলার চেষ্টা চলছে। এহেন আচরণ আসলে বিচারবিভাগ ও বিচারের কার্যপদ্ধতিকেই অবমাননা করে। তাই এই মামলা চালিয়ে যাওয়াই উচিত নয় সুপ্রিম কোর্টের।”

এরপর তিনি বলেন, “মোদি পদবি নিয়ে আমি যা মন্তব্য করেছি, তার জন্য আমি ক্ষমা চাইবেন না। আমি মনে করিনা আমি কোন ভুল করেছি। যদি ক্ষমা চাওয়ার হতো তাহলে আগেই চেয়ে নিতাম। শীর্ষ আদালতকে বলেছেন, নিজেকে দোষী মনে করেন না রাহুল।

Latest articles

Related articles