এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগে অভিনেতা সােহেল দত্তের একটি ফেসবুক পােস্ট কে কেন্দ্র করে কিছু মন্তব্য উঠে আসলেও অভিনেতা সােহেল দত্ত অবশ্য তাতে গুরুত্ব না দিয়ে স্পষ্টভাবে জানিয়ে
দিয়েছেন বাংলায় মুখ্যমন্ত্রী হ্যাটট্রিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০০৮ সালে একটি বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সঙ্গে প্রথম আলাপ হয় অভিনেতা সােহেল দত্তের। শুধু টলিউড জগৎ নয় রাজনৈতিক মহল একথা ভালাে করেই জানে অভিনেতা সােহেল দত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই স্নেহধন্য।
অভিনেতা সােহেল দত্ত আরাে দাবি করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প হয় না। বাংলার মা মাটি মানুষের
সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বাংলা কে আগলে রেখেছেন যার মূল কান্ডারী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তিনি নিশ্চিতভাবে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর হ্যাটট্রিক করবেন।
বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে ২ টাকা কেজি চাল, রেশন, কন্যাশ্রী, যুবশ্রী, খেলাশ্রী, স্বাস্থ্যসাথী, গতিধারা আরাে বিভিন্ন সরকারি প্রকল্প মাধ্যমে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাতে নিশ্চিত আগামী বিধানসভা নির্বাচনে ব্যাপকহারে
বাংলার মানুষের জনসমর্থন নিয়ে দেশের সেরা মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এটা নিয়ে নিশ্চিতভাবে আশাবাদী অভিনেতা সােহেল দত্ত।
আমফান ঘূর্ণিঝড় এবং করােনা মহামারীতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার প্রতিনিয়ত মানুষের পাশে
থেকেছেন এবং এখনাে লড়াই করে যাচ্ছেন করােনা ভাইরাস এর বিরুদ্ধে, যেটা বাংলা দেখেছে বাংলার মানুষ দেখেছে। স্বাভাবিকভাবেই বাংলার মানুষ আজ বুঝতে পেরেছেন মমতা
বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় দ্বিতীয় কোনাে বিকল্প হতে পারে না।