কাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন গৃহবধূ সহ রাজমিস্ত্রির এক জুগালি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200826-WA0014

এনবিটিভি ডেস্ক: এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা দু’টা নাগাদ। জানা গেছে গৃহবধূ তথা বদরপুর এনসি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা বাবলি পাল ওয়াটার পাম্প দিয়ে জল তুলতে গিয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রতিদিনের মত এদিন তিনি পুকুর থেকে পাম্প দিয়ে জল তুলছিলেন। জল তোলা শেষ হয়ে গেলে বাবলি পাল পাম্পের সুইচ বন্ধ করতে যান। তিনি গ্রিল ধরে সুইচ বন্ধ করতে গেলে এই ঘটনার শিকার হন। ভেজা শরীর নিয়ে গ্রিলে হাত দেওয়া মাত্রই তিনি বিদ্যুতের ছোবলে পড়েন। বাবলি পাল মাটিতে পড়ে রয়েছেন দেখে তার সন্তানরা ডাকাডাকি ও চিৎকার করলে বাড়িতে কাজ করা এক রাজমিস্ত্রির জুগালি বাচ্চাদের চিৎকার শুনতে পান। তিনি এসে দেখেন বাবলি পাল মাটিতে পড়ে রয়েছেন। তিনি মহিলাকে তুলতে গেলে গ্রিলে হাত দেওয়া মাত্রই পড়ে যান। এবং ঘটনাস্থলেই প্রাণ হারান দুজনেই। হত জুগালি নগদিগ্রাম চতুর্থ খন্ডের বছর বাইশের যুবক কাদির আহমেদ লস্কর। জুগালির চিৎকার শুনে রাজমিস্ত্রি হেড তিনিও চলে আসেন। তার পায়ের চপ্পল থাকার দরুন তিনি বেঁচে যান। প্রয়াত বাবলি পাল শিলচর জিসি কলেজের অধ্যাপক বিদ্যুৎ পালের স্ত্রী। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সময় বিদ্যুৎ পাল ঘরে ছিলেন না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর