কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুই সন্ত্রাসবাদীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201007-WA0010

কাশ্মীর সীমান্তে চলেছে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। জানা গিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে দুই অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদী।

মঙ্গলবার সন্ধ্যা থেকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার সগুন এলাকায় দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করার পরেই সংঘাত বাধে। ওই অঞ্চলে একাধিক সন্ত্রাসবাদী আত্মগোপন করেছে খবর পেয়েই অভিযানে নামে বাহিনী।
পুলিশের তরফে লাউডস্পিকারে বার বার সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণ করার কথা বলা হলেও তারা অস্বীকার করে। উলটে গোপন ডেরার কাছাকাছি পৌঁছতেই নিরাপত্তা বাহিনীকে নিশানা করে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে।
জবাবে পালটা গুলি চালাতে শুরু করে বাহিনীও। সংঘর্ষে বুধবার সকাল পর্যন্ত দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিযান সম্পর্কে ওয়াকিবহাল কর্তারা। তবে বাহিনীর তরফে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর