আবারও বৃষ্টি রাজ্যে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Distribution-of-Monsoon-Rainfall-Connected-To-Global-Sea-Surface-Temperatures

আগামী ৪৮ ঘন্টা দক্ষিণ বঙ্গের জেলা গুলোতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর বঙ্গের সব জেলাতে মাঝারি বৃষ্টি হবে। তবে আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে। তেমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াল আর সর্বোনিম্ন তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাথে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টার ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনায় বেশি থাকবে।

হাওয়ার অফিস সূত্রের খবর আগামী ২৪ ঘণ্টা অর্থাত্‍ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাধারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃস্পতিবার সকালের মধ্যে বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা সাময়িক কমতে পারে। তবে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর