মালদ্বীপের কাছে ভারতের নৌ ঘাঁটি উদ্বোধন

মালদ্বীপের কাছে  লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ অঞ্চলে আইএনএস জটায়ু নামে একটি নৌ ঘাঁটি উদ্বোধন করেছে ভারত।

মালদ্বীপ ভারতীয় সেনা প্রত্যাহারে দিল্লিকে চাপ প্রয়োগ দিচ্ছে এ পরিস্থিতিতেই এই সেনা ঘাটি উদ্বোধন করেছে ভারত। এই ঘাঁটিটি এখন উদ্বোধন করা হলেও এর কাজ চলছিল কয়েক বছর ধরে। এর আগে গত কয়েক দশকে মিনিকয় দ্বীপে ভারতীয় নৌ বাহিনীর স্বল্প উপস্থিতি ছিল।

ভারত বিরোধী প্রচারণা চালিয়ে গেল বছর মালদ্বীপে ক্ষমতায় আসেন চীনপন্থি মোহামেদ মুইজ্জু। তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের দেশটি থেকে বিতাড়ন করা।

নির্বাচিত হওয়ার পরপরই মালদ্বীপে অবস্থানরত ৮৯ ভারতীয় সেনা ও নিরাপত্তা কর্মীকে প্রত্যাহার করে নেয়ার আল্টিমেটাম দেন মুইজ্জু।

আগামী ১০ মার্চের মধ্যে ভারতীয় সেনাদের প্রথম ব্যাচটি মালদ্বীপ ত্যাগ করবে। এছাড়া বাকি সেনাদের আগামী দুই মাসের মধ্যে মালদ্বীপ ত্যাগ করার কথা রয়েছে।

Latest articles

Related articles