দু’দিনের জন্য ইন্ডিয়া জোটের সাংসদরা যাবেন মণিপুরে

এনবিটিভি, ওয়েব ডেস্ক: এই প্রথমবার ইন্ডিয়া জোটের সাংসদরা যাবেন অগ্নিগর্ভ মণিপুরে। আগামী ২৯ ও ৩০ জুলাই দু’দিনের জন্য ইন্ডিয়া জোটের সাংসদরা যাবেন মণিপুরে।

বিরোধী দলের সূত্রে জানা গিয়েছে, ২৯ জুলাই সাংসদরা দিল্লি থেকে মণিপুর পৌঁছবেন। দু’দিনের জন্য সেরাজ্যে থাকবেন তাঁরা। তবে বিরোধী সাংসদদের দলে কে কে থাকবেন সেই নামের তালিকা এখনও প্রকাশিত হয়নি। জানা গিয়েছে, তৃণমূলের হয়ে মণিপুর যেতে পারেন সুস্মিতা দেব।

Latest articles

Related articles