ভারতের পাঠানো মাছে করোনা ভাইরাস,আমদানি স্থগিত রাখল চিন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201113-WA0011

এনবিটিভি: নমুনা পরীক্ষায় মিলল করোনা ভাইরাস. তার জেরে ভারত থেকে মাছ আমদানি বন্ধ করে দিল চিন।

ভারত থেকে প্রচুর সামুদ্রিক মাছ আমদানি করে চিন। সম্প্রতি সেই মাছের নমুনা পরীক্ষা করতে গিয়ে কোবিদ 19 এর জীবাণু মেলে, তারপরেই মাছ আমদানি স্থগিত করে দেওয়া হয়,আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আমদানি। একই কারণে ইন্দোনেশিয়া থেকে মাছ আমদানিতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।


চিনের উহান প্রদেশেই প্রথম করোনা সংক্রমণ ছড়ায়, সেখান থেকেই ছড়িয়ে পরে গোটা বিশ্বে. বর্তমানে করোনা নিয়ন্ত্রণে চিন অনেকটাই সফল, কোথা থেকে এই ভাইরাস এল তা নিয়ে বিতর্ক রয়েছে, কারও মতে, চিনেরই একটি ল্যাব থেকে ছড়িয়েছে করোনা, কারও কারও মতে, সামুদ্রিক কোনও জীব থেকেই ছড়িয়েছে সংক্রমণ,সেই আতঙ্কেই মাছ আমদানিতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর