Thursday, April 3, 2025
28.5 C
Kolkata

ইনডাসইন্ড ব্যাংকের ধাক্কায় প্রায় ৯০০ কোটি টাকার বিপুল ক্ষতি LIC-র, বুক ধড়ফড় গ্রাহকদের

কলকাতা: বসন্ত উৎসবের মরশুমে হঠাৎ করেই আর্থিক ধাক্কা খেয়েছে দেশের শীর্ষস্থানীয় বীমা সংস্থা এলআইসি (LIC)। সোমবার ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার মূল্য প্রায় ২৭% হ্রাস পাওয়ায় সংস্থাটির বিনিয়োগে বড় ধরনের ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, শেয়ার দর পতনের ফলে এলআইসির প্রায় ৯৬৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় শেয়ারবাজারে চাঞ্চল্য ছড়িয়েছে।

কেন এমন পতন?
ইন্ডাসইন্ড ব্যাংকের ডেরিভেটিভস পোর্টফোলিওতে “অনিয়ম” ধরা পড়ায় শেয়ারহোল্ডারদের আস্থা ভেঙেছে। সম্প্রতি আরবিআইয়ের নতুন নিয়ম (১ এপ্রিল ২০২৪ থেকে কার্যকর) মেনে ব্যাংকটি একটি অভ্যন্তরীণ তদন্ত চালায়। তদন্তে ব্যাংকের সম্পদ ও দায় সংক্রান্ত হিসাবে অসঙ্গতি প্রকাশ পায়, যা মোট সম্পদের প্রায় ২.৩৫% (প্রায় ২,০০০-২,১০০ কোটি টাকা) ক্ষতির ইঙ্গিত দেয়। এই খবর প্রকাশের পরই ব্যাংকের শেয়ার দর ৫ বছরের মধ্যে সর্বনিম্ন ৬৫৫.৯৫ টাকায় নেমে আসে।

এলআইসির ক্ষতি কতটা?
ইন্ডাসইন্ড ব্যাংকে এলআইসির ৫.২৩% শেয়ার রয়েছে। শেয়ার দর পতনের আগে এই বিনিয়োগের মূল্য ছিল ৩,৩৯৮ কোটি টাকা, যা একদিনেই কমে ২,৪৩৪ কোটি টাকায় দাঁড়ায়। ফলে প্রায় ৯৬৫ কোটি টাকা ক্ষতি হয় এলআইসির। তবে সংস্থাটির দাবি, এই ক্ষতি সরাসরি বীমা গ্রাহকদের প্রভাবিত করবে না। কিন্তু যারা এলআইসির মিউচুয়াল ফান্ড বা শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন, তাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

ইন্ডাসইন্ড ব্যাংকে কোটাক মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই প্রুডেনশিয়াল, ইউটিআই এবং ফ্র্যাঙ্কলিন টেমপ্লটন-সহ বেশ কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠানেরও শেয়ার রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ব্যাংকটির মুনাফায় এই ক্ষতির প্রভাব স্পষ্ট হবে।

বাজার বিশ্লেষকদের পরামর্শ, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে। তবে এলআইসির বীমা পলিসিধারকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কারণ বীমা তহবিল ও শেয়ারবাজারের বিনিয়োগ আলাদা।

Induslnd Bank-টি দ্রুত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার এবং আর্থিক স্বচ্ছতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। আগামী কয়েক সপ্তাহে তাদের আর্থিক রিপোর্টে এই ক্ষতির বিস্তারিত প্রতিফলন দেখা যাবে বলে জানানো হয়েছে।

Hot this week

পাতৌদি ট্রফি অবসান ?শোকার্ত শর্মিলা ঠাকুর

১৯৬৮ সালে ভারতের সিনেমা জগতের প্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর...

ওয়াকফ (সংশোধনী) বিল: তৃণমূল কি মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে

কলমে নিজাম পারভেজ: আজ, ২ এপ্রিল ২০২৫, সংসদে ওয়াকফ...

আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, তৈরি হচ্ছে মিসাইল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তি মানার হুঁশিয়ারি...

Topics

পাতৌদি ট্রফি অবসান ?শোকার্ত শর্মিলা ঠাকুর

১৯৬৮ সালে ভারতের সিনেমা জগতের প্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর...

আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, তৈরি হচ্ছে মিসাইল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তি মানার হুঁশিয়ারি...

মংলা বন্দরের উন্নয়নের দায়িত্ব ভারতের বদলে চীনেকে দিল বাংলাদেশ : ভারতীয় কূটনীতির জন্য নতুন পরীক্ষা

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার উন্নয়ন ও আধুনিকীকরণে চীনের...

উত্তরাখণ্ডে মুসলিম শাসকদের নাম মুছে ফেলার অভিযান বিজেপি ডবল ইঞ্জিন সরকারের

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী গত সোমবার এক ঘোষণায়...

Related Articles

Popular Categories