ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রধানকে বরখাস্ত করেছে কেন্দ্রীয় সরকার। এনটিএ ডিরেক্টর জেনারেল ছিলেন সুবোধ কুমার সিংকে শনিবার বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।
এর আগে রবিবার মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রির প্রবেশিকা পরীক্ষা স্থগিত করা হয়। বাতিল করা হয় পিএইচডি ফেলোশিপের যোগ্যতা নির্ধারণ পরীক্ষাও।
শনিবারই নতুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলাকে। এছাড়াও পরবর্তীতে পরীক্ষাগুলোতে বিতর্ক ঠেকাতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার।
ওই কমিটি নিট, নেট-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দেবে। এনটিএ’র যাবতীয় কার্যক্রম ও কাজের পদ্ধতি খতিয়ে দেখার দায়িত্বও রয়েছে তাদের ওপর। ২ মাসের মধ্যে বিশেষ রিপোর্ট কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।