সত্যিই কি ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ? রামমন্দির-বাবরী মসজিদ নিয়ে বিতর্কিত রায়ে প্রশ্ন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

PicsArt_08-05-09.29.25

গোটা বিশ্ব যখন করোনার করাল গ্রাসে ধুঁকছে তখন আমাদের দেশে করোনাকে নিয়েও কলুষিত করা হচ্ছে ভারতীয় সম্প্রীতি।
১৩ই মার্চ ভারতের প্রথম লকডাউন ঘোষণার ১২ দিন আগে শুরু হ‌ওয়া তাবলীগ জামাত ঘিরে চরমতম নোংরা রাজনীতি আমারা সকলেই দেখেছি, দেখেছি কি করে ভূয়ো ভিডিও ভাইরাল করে সাম্প্রদায়িক হিংসার বিষ ছড়ানো হয়েছে।

আজ করোনার প্রকোপে যখন ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫,০০০০০+ তখন সাড়ম্বরে পালিত হচ্ছে রাম মন্দির নির্মাণের উৎসব!
এই বেলায় করোনা সংক্রমন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না!!!
নাকি করোনা সংক্রমিত হয় শুধুমাত্র টুপি-লুঙ্গি-হিজাব এ!!!
১৫২৮-২৯ বাবরের নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছিল বাবরি মসজিদ, ইতিহাসের পাতায় যা আজও বিদ্যমান। শুধুমাত্র অনুমানের বশবর্তী হয়ে কিছু মানুষের দাবি এই মসজিদটির আদিরূপ রাম মন্দির, যদিও তার সঠিক কোনো ব্যখ্যা বা প্রমান আজ‌ও অমিল। ১৯৪৯সালে হিন্দু মহাসভা চক্রান্ত পূর্বক মসজিদের অভ্যন্তরে রামের একটি বিগ্রহ রেখে আসে, সেই নিয়ে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন মসজিদটি তালাবন্ধ করে দেয়। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়‌ই নিজ নিজ প্রবেশাধিকার পেতে আদালতে মামলা করে। ১৯৯২,৬ই ডিসেম্বর প্রায় দেড় লক্ষ ভিএইচপি, বিজেপি সদস্য (কর সেবক) মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দেয়।এই ঘটনার পর গোটা দেশ জুড়ে দাঙ্গার সূচনা হয় প্রাণ হারায় ২০০০ মানুষ, যার মধ্যে অধিকাংশই ছিল মুসলিম। ৯ই নভেম্বর ২০১৯ সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ এর স্থানে রামমন্দির প্রতিষ্ঠার সপক্ষে রায় ঘোষণা করে।
আজ ৫ই আগস্ট সেই মন্দির নির্মাণের ভূমিপূজোর উৎসব।
আপামর জনসাধারণের ভরসা সুপ্রিম কোর্ট যখন অনুমানের উপর ভিত্তি করা যার বাস্তবিক কোনো অস্তিত্ব নেই এমত বিষয়কে স্বীকৃতি দেয় তখন কি প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে
সুপ্রিমকোর্ট হিন্দুত্ববাদী বর্তমান শাসকগোষ্ঠীর পদতলে!!!
৭৪তম স্বাধীনতা দিবসের ১০দিন পূর্বে আমরা সাক্ষী থাকতে চলেছি এক কলুষিত অধ্যায়ের, ইতিহাসের পাতায় যা লেখা থাকবে কালা দিবস নামে।
সর্বধর্মসমন্বয় এর মুকুট পরিহিতা আমার ভারত আজ কলঙ্কিত,
দিকে দিকে রব উঠলো বলে… একি সত্যিই কি ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ?

সাজিদুর রহমান
সভাপতি
পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর