ইসরায়েলি সেনাবাহিনী গাজার নেটসারিম করিডোর থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে, যা গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের একটি শর্ত ছিল।
তথাকথিত নেটসারিম করিডোর হলো একটি ভূখণ্ড, যা উত্তর গাজাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সেনা প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল ৯ ফেব্রুয়ারি। এই করিডোরের নামকরণ করা হয়েছিল নেটসারিমের নামে, যা ছিল গাজার শেষ ইসরায়েলি বসতি এবং ২০০৫ সালে তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের গাজা থেকে ইসরাইল প্রত্যাহার পরিকল্পনা বন্ধ করা হয়।
নেটসারিম করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের এক দিন পর হামাস ও ইসরায়েল তাদের পঞ্চম বন্দি-বন্দিমুক্তি বিনিময় সম্পন্ন করে। ফলত ফিলিস্তিনি গোষ্ঠী তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়াহয়, এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়।
ইসরায়েল একটি প্রতিনিধি দলকে কাতারে পাঠিয়েছে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনার জন্য, আর ঠিক সেই সময় বন্দি আদানপ্রদানের ঘটনা ঘটে, জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়েছিল ১৯ জানুয়ারি এবং এটি অন্তত ছয় সপ্তাহ পর্যন্ত চলার কথা।
তবে নেতানিয়াহুর কার্যালয় মারফত রয়টার্স জানিয়েছে যে, প্রতিনিধি দলটি শুধুমাত্র প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। গাজার যুদ্ধ-পরবর্তী প্রশাসনের মতো জটিল বিষয় নিয়ে এই মুহূর্তে তারা কোনো আলোচনা করবেন না।