এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘রাজ্যপালের উচিত রাজভবন ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে নামা’ জাগো বাংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের। এমনকি তাঁকে আরএসএসের এজেন্টেরও তকমা দেওয়া হয়েছে।
বলা হয়েছে “বাংলায় রাজ্যপাল বিজেপির অভিসন্ধি পূরণে নেমেছে। রাজ্যপালের কোনও বক্তব্য থাকতেই পারে। কিন্তু তাঁর উচিত সেটা মন্ত্রিসভাকে জানানো। তিনি নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। অথচ সেই কাজটিই ভোটের মুখে নির্লজ্জভাবে তিনি করে চলেছেন।”
কংগ্রেসকে আক্রমণ করে শাসক দলের বক্তব্য “কেন্দ্রে যে যখন সরকারে এসেছে, সে তখন রাজ্যপালের পদটিকে ব্যবহার করেছে রাজনৈতিক স্বার্থে। কংগ্রেসের দীর্ঘ শাসনকালেও কম মনিমাণিক্য ছড়িয়ে নেই।”