কলিয়াচকের চৌরঙ্গী মোড়ে স্বয়ংক্রিয় বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যালের উদ্বোধন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200729-WA0016

গোলাম হাবিব,এনভিটিভি,মালদা: বুধবার আনন্দের দিন কালিয়াচকবাসীর। তাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হল আজ। ইদুজ্জোহার আগেই উদ্বোধন হয়ে গেল স্বয়ংক্রিয় বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যালের। কালিয়াচকবাসীর কথা রাখল জেলা পুলিশ প্রশাসন। এর আগে পুলিশ প্রশাসন কথা দিয়েছিল, ইদুজ্জোহার আগে নতুন উপহার দিতে চলেছে তারা কালিয়াচকবাসীকে। এদিন সাধারণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা না থাকার ফলে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকত। কালিয়াচকবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যালের। এদিন লকডাউনের মধ্যে খানিকটা নিঃশব্দেই এদিন থেকে চালু হয়ে গেল নতুন ট্রাফিক ব্যবস্থা। পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(‌গ্রামীণ)‌ দীপক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার ) ড: এইচ এম রেহেমান, ট্রাফিক ওসি তরুণ সাহা , কালিয়াচক থানার আইসি আশিস দাস প্রমুখ ।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া এদিন বলেন,‘‌এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশবাজার শহরের পর জেলায় ব্যস্ততম রাস্তা হল এই কালিয়াচকের চৌরঙ্গি এলাকা। এখানকার মানুষের দাবি মেনেই নতুন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হল। এর ফলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে আমাদের আশা। এখানকার মানুষ নতুন,ট্রাফিক সিগন্যালের সঙ্গে অভ্যস্ত নয়, ধীরে ধীরে মানুষ সচেতন হয়ে যাবেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর