করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকায় রোজগারের এক নতুন দ্বার উন্মুক্ত হচ্ছে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200928-WA0015

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম করিমগঞ্জ): পাথারকান্দিতে গড়ে উঠবে কোল্ড চেইন ও মেগা ফুড পার্ক । করোনা পরিস্থিতিতে গোটা দেশের মানুষের রোজগারের এক অনিয়শ্চতার মধ্যে কাঠছে । পাথারকান্দি বিধানসভা এলাকা তথা জেলার বেকার দের জন্য এ এক অনন্য সুযোগ । পাথারকান্দির অন্তর্গত সেপেনজুরি এবং পুতিন চা বাগানের মধ্যবর্তী এলাকায় গড়ে উঠবে শিল্পদ্যোগ । গত ২৩ সেপ্টেম্বর পাথারকান্দির সহকারী সেটেলমেন্ট আধিকারিক করিমগঞ্জের জেলাশাসকের উদ্দেশ্যে এক চিঠি পাঠান। তাতে উল্লেখ করা, পাথারকান্দিতে কোল্ড চেইন ও মেগা ফুড পার্কের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। পাথারকান্দির সেপেনজুরি এবং পুতিন চা বাগানের মধ্যবর্তী এলাকায় প্রস্তাবিত কোল্ড চেইন ও মেগা ফুড পার্কের জন্য জমি নির্ধারণ প্রক্রিয়া আজ ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে । এই মহান প্রকল্পের মঞ্জুরীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি সহ এআইডিসির চেয়ারম্যান মিসনরঞ্জন দাসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তাঁর মতে এই প্রকল্প বাস্তবায়নের পর এলাকার অর্থনৈতিক পরিকাঠামো সুদৃড় হবে। পাশাপাশি হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে যা থেকে উপকৃত হবেন এলাকা সহ গোটা জেলার বহু মানুষ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর