এনবিটিভি ডেস্ক,আসাম: সোমবার কাঠালতলী থেক সোনাখিরার পথে ভোর নাগাদ ডাকাতির ঘটনা ঘটে। বহু টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল। ছিনতাই করার সময় দূই যুবককে ব্যাপক মারধর করে। একজনের অবস্থা আশঙ্কাজনক। সে গুয়াহাটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় কাঠালতলী আঞ্চলিক আমসু-র তরফ থেকে প্রশাসনের কাছে দাবি করেছে যে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে এবং এই রাস্তাটি পেট্রোলিং এর ব্যবস্থা করতে হবে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন ছিলেন কাঠালতলী আঞ্চলিক আমসু-র সভাপতি হাফিজ হুছাইন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ বদরুজ্জামান, সহ সভাপতি মিনহাজুল হক, সহ সভাপতি বুরহানুদ্দিন, সহ-সম্পাদক রফিকুর রহমান,সহ-সম্পাদক জবরুল হক,কোষাধ্যাক্ষ আরিফ উদ্দিন, সদস্য বাহার উদ্দিন, আজাদ উদ্দিন প্রমুখ।
Related articles