‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেই তা দেশদ্রোহিতা নয়’: কর্ণাটক হাই কোর্ট

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেই তা দেশদ্রোহিতা নয়’ শাহিন স্কুলের আধিকারিকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা প্রসঙ্গে সাফ জানিয়ে দিলো কর্ণাটক হাই কোর্ট।

বিচারপতি বলেন, “প্রধানমন্ত্রীকে জুতো দিয়ে মারতে হবে, এই মন্তব্য অত্যন্ত অপমানজনক। খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। কিন্তু তাকে দেশদ্রোহিতার পর্যায়ে নিয়ে যাওয়া যায় না। সরকারের সমালোচনা করা যেতেই পারে, কিন্তু সরকারি প্রতিনিধিদের অপমান করা যায় না।”

উল্লেখ্য, সিএএ ও এনআরসি নিয়ে একটি নাটক করেছিল শাহিন স্কুলের পড়ুয়ারা। সেখানেই একটি বিতর্কিত সংলাপ ছিল, প্রধানমন্ত্রীকে জুতোপেটা করতে হবে। নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় নাটকের বিতর্কিত সংলাপগুলি। তারপরেই দায়ের হয় দেশদ্রোহিতার অভিযোগ। 

Latest articles

Related articles