কাঠালতলীর আমিনা বেগম অপহরণ কাণ্ডে ৭২ ঘন্টা সময় সীমা দিয়ে পুলিশ সুপারের নিকট আমসু-র স্মারক পত্র

এনবিটিভি ডেস্ক,আসাম:বিগত ১৯ জুলাই কাঠালতলীর অধীনস্ত বাঘন জিপির বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে আমিনা বেগম-কে তিলভুম চা বাগান এলাকার মনিলাল রবীদাশের পুত্র চুটিয়া রবীদাশ নামের যুবক অপহরণ করেছিল।
কাঠালতলী আঞ্চলিক আমসু-র পক্ষ থেকে বারংবার কাঠালতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহোদয় কে মেয়েটি অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য দাবি দিয়েছিলেন। পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহোদয় মেয়েটি উদ্ধারে পুরোপুরি ব্যর্থ হ‌ওয়ায় আজ কাঠালতলী আঞ্চলিক আমসু-র পক্ষ থেকে ৭২ ঘন্টা সময় সীমা দিয়ে করিমগঞ্জ পুলিশ সুপারের নিকট একটি স্মারক পত্র প্রেরণ করা হয়।
স্মারক পত্র প্রদান কালে উপস্থিত ছিলেন- আমসু-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী সাদিক আখতার,করিমগঞ্জ জেলা আমসু-র সভাপতি মাওঃ বাহারুল ইসলাম,কাঠালতলী আঞ্চলিক আমসু-র সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে হাফিজ হোসাইন আহমদ ও আবু তাহের মোহাম্মদ বদরুজ্জামান।

এদিকে Covid-19 থাকায় পুলিশ সুপারের অনুপস্থিতিতে ডিএসপি মাননীয় সুধন্য শুক্লবধ্য মহাশয় নিজ চেম্বার থেকে নীচে এসে আমসু-র স্মারক পত্র গ্রহণ করেন।

Latest articles

Related articles