অন্তর্বর্তীকালীন জামিন পেলেন কেজরিওয়াল

ভোট শেষ হওয়ার আগেই জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির সুপ্রিম কোর্ট তাকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

এর আগে মদ নীতি কেলেঙ্কারির মামলায় গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করে কেজরিওয়ালকে। তিনি দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন। তাকে ২ জুনের মধ্যে আত্মসপমর্পণ করতে হবে।

বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য ১ জুন পর্যন্ত জামিন দিয়েছেন। সেদিনই চলমান সাত ধাপের লোকসভা নির্বাচনের ভোটের শেষদিন।

এর আগে কেজরিওয়ালকে কেন লোকসভা নির্বাচন শুরুর আগে গ্রেপ্তার করা হলো, তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) প্রশ্ন করেন সুপ্রিম কোর্ট।

Latest articles

Related articles