৫০ দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শুক্রবার সন্ধ্যায় তিহার কারাগার থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন কেজরিওয়াল। এসময় পরিবারের সদস্যরা তাঁকে ফুলের মালা পরিয়ে দিয়ে স্বাগত জানান।
এর আগে শুক্রবার কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেন আদালত।সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপংকর দত্ত দুই পক্ষের মতামত শোনার পর তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
আগামী ১ জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই কেজরিওয়ালকে তিহার কারাগারে ফেরত যেতে হবে।
কেজরিওয়াল তিহার কারাগারের ৪ নম্বর ফটক দিয়ে বের হলে তার দলের কর্মী ও সমর্থকেরা শ্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় কেজরিওয়ালের স্ত্রী সুনিতা ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কারাগার থেকে বের হয়ে কেজরিওয়াল জামিন দেওয়ার জন্য বিচারকদের ধন্যবাদ জানান। এ সময় তিনি আরও বলেন, একনায়কতন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।
উল্লেখ্য, আবগারি (মদ) দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।