“গ্লোবাল টিভি অ্যাওয়ার্ড” পেয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন কলকাতার ক্যারাটে খেলোয়াড় আয়েশা নূর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

আয়েশা নূর  'এ ওয়ান গ্লোবাল টিভি অ্যাওয়ার্ডে' সম্মানিত হলেন।
আয়েশা নূর 'এ ওয়ান গ্লোবাল টিভি অ্যাওয়ার্ডে' সম্মানিত হলেন।

এনবিটিভি ডেস্কঃ  একজন মানুষের জীবনে যদি উচ্চ স্থান অর্জনের ইচ্ছা থাকে, তাহলে বিশ্বের কোনো শক্তিই তাকে এগিয়ে যেতে বাধা দিতে পারে না। এর উদাহরণ আন্তর্জাতিক ক্যারাটে খেলোয়াড় আয়েশা নূর (২২) । কলকাতার লড়াকু আয়েশা পরিবারের দারিদ্রতা ও নিজের শারীরিক অক্ষমতাকে দুরকরে নিজের স্বপ্ন পূরণ করে নজীর তৈরি করলেন। আয়েশার ক্যারাটে কোচ এমএ আলীর সহযোগিতায় ২০১০ সালে মুম্বাই থেকে জাতীয় স্তরে জোয়ের শিরোপা অর্জনে শুরু হয়। এরপর থেকে বিদেশেও মহিলা ক্যারাটে সোনা জয় লাভ করেন। অবশেষে তাঁর এই সাফল্য অর্জনের জন্য আজ বিশ্ব আয়েশা নূরকে “গোল্ডেন গার্ল” বলে ডাকা শুরু করেছে।

পরিবারের সাথে আয়েশা নূর।

বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ভারতের হয়ে বহু স্বর্ণপদক জয়ী আয়েশা নূরের খ্যাতি এখন বিদেশেও পৌঁছে গিয়েছে। ক্যারাটেতে তার সাফল্যের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ মিডিয়া সংস্থা এ-“ওয়ান গ্লোবাল টিভি ২০২২” তাকে এ-ওয়ান গ্লোবাল টিভি পুরস্কারে সম্মানিত করেছে।

চলতি মাসে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার জে লামিন আয়েশা নূরকে এ-ওয়ান গ্লোবাল টিভি অ্যাওয়ার্ড হাতে তুলে দেন। এদিন এ-ওয়ান গ্লোবাল টিভি আয়েশার ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছে।

মায়ের সঙ্গে আন্তর্জাতিক পুরস্কার নিচ্ছেন আয়েশা নূর।

 উল্লেখ্য,  ২০১০ সালে জাতীয় স্তরে মুম্বাইয়ে সোনা জয় লাভ করেন আয়েশা নূর। ২০১৩ সালে থাইল্যান্ডে আন্তর্জাতিক ক্যারাটে খেলায় শিরোপা অর্জন করেন। ২০১৫ সালে ব্যাংককে সোনা জয় লাভ করেছিলেন আয়েশা নূর। ২০১৭ সালে আমেরিকাও আয়েশা নূরকে ‘হিরো অফ জেন্ডার ইকুয়ালিটি’ অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে। ভারতে ২০১৯ সালে দি টাইমস গ্রুপ আয়েশাকে “ টাইমস ওমেন হিরোস এওয়ার্ডস” সম্মানে সম্মানিত করা হয়।

সোর ভোরাপিন থাই মার্শাল বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের আয়েশা নূরকে পদক উপহার দিচ্ছেন।

দুঃখের বিষয় হলো আমেরিকা, ব্রিটেনের মতো দেশ গুলি আয়েশা নূরকে সম্মান জানালেও আমাদের দেশের সরকার আয়েশাকে সম্মান দিচ্ছেনা। অন্যদিকে আয়েষা একজন কলকাতা মুসলিম গরীব ঘরের মেয়ে, তাঁর এই সাফল্যর পরেও অনেকটাই আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। দেশ ও রাজ্য সরকার কোনভাবে আর্থিক সাহায্য টুকু করলে আগামী দিনে অনেকটাই পথ চলা সহজ হয়ে যাবে। তবে তাঁর এই দুঃখ দুর্দশা সরকারের চোখে পড়ে না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর