সূর্য তৈরি করল কোরিয়া! উষ্ণতা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস যা আসল সূর্যের থেকে ৬.৬ গুন বেশি

সাইফুল্লা লস্কর : আসল সূর্যের থেকে ৬.৬ গুন বেশি উষ্ণতা অর্জন করলো দক্ষিণ কোরিয়ার তৈরি সূর্য। দক্ষিণ কোরিয়ার কে এস টি এ আর (KSTAR) নামক সংস্থার তৈরি এই কৃত্রিম সূর্যটি পরীক্ষার সময় ২০ সেকেন্ডের জন্য ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্জন করে। সূর্যের অভ্যন্তরীণ অংশ যার নাম করোনা তার উষ্ণতা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবার কোরিয়ার সূর্য ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরির রেকর্ড গড়লো। এই তাপমাত্রা কোরিয়ার ওই কৃত্রিম সুর্যটি ১.৫ সেকেন্ডের জন্য অর্জন করে ২০১৮ সালে এবং ৮ সেকেন্ডের জন্য গত বছর। কিন্তু এবার এই তাপমাত্রা ২০ সেকেন্ড স্থায়ী হওয়ার কারণ হিসেবে সংস্থাটির ডিরেক্টর জানিয়েছেন, আমরা আমাদের কৃত্রিম সূর্যের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য এই বছর আগস্ট থেকে ১০ ই ডিসেম্বর পর্যন্ত ১১০ বার প্লাজমা এক্সপেরিমেন্ট চালিয়েছি। এটি একটি বড়ো সাফল্য। তবে এর স্থায়িত্ব বাড়ানোর জন্য আমাদের সংযোজন বিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি প্রয়োজন।

সংস্থাটির তরফ থেকে আরো জানা গেছে তাদের লক্ষ্যমাত্রা ৩০০ সেকেন্ড অর্জন করা।

উল্লেখ্য এমন পরীক্ষা চীন জার্মানি সহ বিশ্বের বেশ কিছু বিজ্ঞানে সমৃদ্ধ দেশ চালিয়েছে। তবে এই পরিমাণ তাপমাত্রা কেউ অর্জন করতে পারেনি।

Latest articles

Related articles