গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার, সংক্রমণ আটকানোর উপায় নিয়ে দ্বিধায় সরকার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

cezumvheve2bda2r_1610807936

নিউজ ডেস্ক : আবার করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী গতি দেখে চিন্তায় দেশবাসী। পৃথিবীর বিভিন্ন দেশে করোনার নয়া স্ট্রেনের কারণে সংক্রমণের হার পূর্বের তুলনায় বেড়েছে অনেকটা, যার জন্য বহু জায়গায় জারি করা হয়েছে লকডাউন, বৃদ্ধি করা হয়েছে সর্তকতা। এবার ভারতের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধ করার জন্য উপায় খুঁজতে ব্যস্ত বিশেষজ্ঞ মহল। এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে লকডাউন বা এ ধরনের কোনো সর্তকতা গ্রহণের কথা বলার না হলেও অদূর ভবিষ্যতে যে এমন হতে পারে না সেটা জোর দিয়ে বলা যায় না। স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে প্রকাশিত তথ্যে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় সারা ভারতে প্রায় ৬০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে। করো নাই দৈনিক সুস্থতার হার হ্রাস পাচ্ছে দ্রুত ফলে বৃদ্ধি পাচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে ভারতে করণায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা চার লক্ষ ছাড়িয়ে গেছে।

 

ব্রিটেনের দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের থেকে উদ্ভূত করোনার নয়া স্ট্রেন গুলি ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত ভারতের ১৮ টি রাজ্যে করোনার নতুন স্ট্রেন চিহ্নিত করা হয়েছে। করোনা ভ্যাকসিনেশন কর্মসূচি ইতিমধ্যেই ভারতে জোরকদমে চলছে। ইতিমধ্যেই ভারতের প্রায় সাড়ে চার কোটি নাগরিককে করণা ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানা গেছে কেন্দ্র সরকারের দেওয়া তথ্যে। প্রথমে স্বাস্থ্যকর্মী তারপর সরকারি কর্মচারী এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা ভ্যাকসিন দেওয়ার পর এপ্রিলের শুরু থেকে করোনা ভ্যাকসিন দেওয়ার পালা শুরু হবে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের। তবে শুধু যে ভ্যাকসিন প্রদান করেই করোনা কে বিদায় করা যাবে না সে কথা অনেক আগেই জানিয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। ভ্যাকসিন এর সঙ্গে সঙ্গেই মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যবহার যথাযথ ভাবে করার পরামর্শ দিয়েছিল সংস্থাটি। সামাজিক দূরত্ব বিধি যথাসম্ভব মেনে চলার কথা বলা হয়েছিল। কিন্তু ভারতে বর্তমানে ট্রেন চলাচল শুরু হওয়ায় সামাজিক দূরত্ব বিধির মত বিষয়গুলি অবাস্তব বিষয়ে পরিণত হয়েছে। মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যবহার করা হলেও জনসাধরনের মাঝে বিষয়টি নিয়ে সচেতনতা আগের মত আর নেই। তাই করোনার নয়া স্ট্রেন যদি আবার দেশকে কোন এক লকডাউন এর দিকে ঠেলে দেয় তা পূর্বের থেকে আরও দুঃসময় ডেকে আনতে পারে ভারতীয় অর্থনীতির জন্য বলে মনে করছেন অনেকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর