এনবিটিভি, ওয়েব ডেস্ক: মঙ্গলবার সকালে বেঙ্গালুরুতে প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি । চিকিৎসা চলাকালীনই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেন তাঁর পুত্র। কংগ্রেস নেতার মৃত্যুতে মঙ্গলবার রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করেছে কেরল সরকার। দু’দিনের জন্য শোক পালন করবে রাজ্য।