ভুয়ো ভ্যাকসিনেশন নিয়ে বিক্ষোভ বামেদের, গ্রেপ্তার মিনাক্ষী বন্দ্যোপাধ্যায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_1624872614110

কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বামেদের বিক্ষোভ ঘিরে কলকাতা পুরসভার সামনে ধুন্ধুমার। পুলিশি বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। তাতেই পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম কর্মী-সমর্থকরা। গ্রেপ্তার বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

পুলিশ সূত্রে খবর, এলিট সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখানোর কথা ছিল বামেদের। সেখানেই ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। তবে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা,এগোতে থাকেন পুরসভার দিকে। তাঁদের দাবি, পুরসভার ভিতরে ঢুকে কমিশনারের হাতে স্মারকলিপি জমা দেবেন। তবে দাবিপূরণ না হওয়ায় কলকাতা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে শামিল বাম কর্মী-সমর্থকরা। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, আগাম অনুমতি না থাকায় বাম কর্মী-সমর্থকদের স্মারকলিপি জমা দিতে পুরসভার ভিতরে ঢুকতে দেওয়া সম্ভব নয়। কলকাতা পুরসভার পাশাপাশি এদিন সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনেও বিক্ষোভ দেন বাম কর্মী-সমর্থকরা।

আগেই এই ঘটনার সিবিআই (CBI) তদন্ত দাবি করেছে বিজেপি। পথে নেমে আন্দোলনে শামিল এবার বামেরাও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর