আইনি জালে মিঠুনের ছেলে; বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ

এনবিটিভি ডেক্স: আইনি গেরোয় সুপারষ্টার মিঠুন চক্রবর্তীর ছেলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তরুণীর। অভিযোগ প্রতারণার। জোর করে গর্ভপাত করানোর অভিযোগও উঠেছে।

ওই তরুণীর অভিযোগ, মিঠুনের ছেলে মহাক্ষয় ওরফে মিমো ২০১৫ সালে তাঁকে বাড়িতে ডেকে পাঠান। মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে অচেতন করে তিনি তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এরপর আরও বেশ কয়েকবার তাঁকে ধর্ষণ করা হয়। অন্তসত্বা হয়ে পড়লে তাঁর গর্ভপাতও করানো হয়। ২০১৮ সালে অন্য একজনকে বিয়ে করেন মিমো। এরপরই প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

দিল্লির রোহিনী আদালতে মিমোর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ সহ একাধিক অভিযোগ আনেন ওই তরুণী। অভিযোগ খতিয়ে দেখে এফআইআরের নির্দেশ দেয় আদালত। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ দায়ের হয়েছে মিঠুনের স্ত্রী যোগিতাবালির বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে ওই তরুণীর অভিযোগ, তিনি হুমকি দিতেন তাঁকে।

Latest articles

Related articles