রাস্তার বেহাল দশা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন স্থানীয় ব্যাবসায়ীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

স্থানীয় ব্যাবসায়ীদের পথ অবরোধ।
স্থানীয় ব্যাবসায়ীদের পথ অবরোধ।

এনবিটিভি, নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগর লালদীঘি পৌর এলাকার বাজারের রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে, আর তারই বিরুদ্ধে প্রতিবাদে নামল স্থানীয় ব্যাবসায়ীরা। তাদের অভিযোগ, প্রায় ৬ মাস ধরে রাস্তা হবে বলে রাস্তা খুঁড়ে রাখা আছে। কিন্তু রাস্তা হওয়ার কোন লক্ষণ নেই। পুরসোভা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে পথে নেমেছে।

আজ সকালে ব্যাবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তা অবরোধের ফলে কৃষ্ণনগর  মাঝদিয়া রোডে অবরুদ্ধ হয়ে পড়ে।

এক ব্যাবসায়ীর কাছ থেকে জানা যায় রাস্তার বেহাল দশার জন্য তাদের ব্যাবসায় টান পড়েছে। তাদের দোকানের সামনের অংশ জলকাদায় পরিপূর্ণ থাকছে সবসময়। তাই ক্রেতারা তাদের দোকানে আসতে চাইছেনা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এরপর পৌর কর্তৃপক্ষ এসে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর