লোকাল ট্রেন কবে থেকে চলবে, কি জানালেন মমতা?

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-06-24 at 4.43.46 PM

এনবিটিভি ডেস্ক: লোকাল ট্রেন নিয়ে বিভিন্ন স্টেশনে বিক্ষোভের ছবি ধরা পড়ছে। বৃহস্পতিবারও লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভে উত্তাল হল শিয়ালদহ দক্ষিণ শাখা। বুধবারেও বিক্ষোভ চলে মল্লিকপুর স্টেশন সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশকে তাড়া করেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। সংবাদমাধ্যমের কর্মীদেরও উপরও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

 

এই পরিস্তিতিতে কি বললেন মমতা? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘‘এখন ট্রেন চালালে করোনা আরও ছড়িয়ে পড়তে পারে।’’ তবে লোকাল ট্রেন আরও কতদিন বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু বলেননি মমতা। উল্লেখ্য, আগামী ৩০ জুন অবধি লকডাউনের কথা ঘোষনা করেছিলেন আগেই। তবে আরও লকডাউনের সময়সীমা বাড়তে পারে তেমনটাই ইঙ্গিত মুখ্যমন্ত্রীর কথায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর