লকডাউনে মদের আসর,পুলিশের হানা, আটক বেশ কয়েক জন

নাজবুল সর্দার,এনবিটিভি, নদীয়া: রাজ্য জুড়ে চলছে সাপ্তাহিক লকডাউন। তৃতীয় দিনের সকাল থেকেই ব্যাপক সাড়া পড়েছে নদীয়া জেলার শান্তিপুরে। আর অসচেতন কে সচেতন করতে সকাল থেকে রাস্তায় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। বেলা বাড়িতেই শুরু হলো ধরপাকড় ,শান্তিপুর শহরের দুটি ক্লাবে দেখা গেল মদের বোতল নিয়ে বসেছে আসর।

লকডাউনে মদের আসর,মদের আসরে পুলিশি হানা। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। মুখে মাস্ক না দিয়ে বেরোনো, এক জায়গায় বসে গল্প করার জন্য সন্ধ্যা পর্যন্ত শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুমানিক প্রায় 47 জন জনের অধিক মানুষকে আটক করা হয়েছে প্রাথমিক সূত্রে জানা গেছে।

Latest articles

Related articles