এনবিটিভি নিউজ ডেস্ক, ২৪ জুলাই,পশ্চিম বর্ধমান আসানসোল : লকডাউনের সময় বিদ্যুত বিল বেশি আসছে ,এই অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ আসানসোল বাসস্ট্যান্ডের কাছে ইলেকট্রিক অফিসে ।লকডাউন ও করোনা আবহে গড়ে বিদ্যুত বিল পাঠানো হচ্ছে ।প্রতি মাসে ইলেকট্রিক রিডিং নিতে হবে।এই সমস্ত দাবি নিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি ।
Related articles