লকডাউনকে উপেক্ষা করে অবাধে নৌকা পারাপার

এনবিটিভি ডেস্ক,সালানপুর: করোনা পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে লকডাউন আর লকডাউনের মধ্যে সালানপুর ব্লকের বিভিন্ন স্থানে চলছে পুলিশি টহলদারি রূপনারায়নপুর চেকপোস্ট,
আল্লাডি মোড়, রূপনারায়নপুর, দেন্দুয়া সব জায়গাতেই চলছে সম্পূর্ণ লকডাউন।তারমধ্যেও ঝাড়খন্ড এর কেলাহি, কেওটজালি বৃন্দাবনি নদীপথে নৌকায় করে প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে যাত্রীদের যাওয়া আসা ।
শয়ে শয়ে লোক নৌকাপথে বাইকে করে ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে অনায়াসে প্রবেশ করছে। আর সবকিছু ঘটে চলেছে সালানপুর পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে ।কোন ভ্রুক্ষেপ নেই সালানপুর পুলিশ প্রশাসনের। অথচ যেখানে ঝাড়খন্ড সরকার বাঙাল থেকে কোন মানুষকেও প্রবেশ করতে দিচ্ছেনা ।
ঘাট কর্তৃপক্ষ জানায় লকডাউনের মধ্যে সকাল থেকেই বিভিন্ন যানবাহনে এই বৃন্দাবনি ঘাটে পৌঁছান যাত্রীরা।পরে নৌকায় করে পাড়ি দিচ্ছেন এই বৃন্দাবনি
ঘাট থেকে,তবে যাতায়াতের সময় কেউ মানছে না নিরাপদ দূরত্বটুকু। ফলে বাড়ছে করোনা ঝুঁকি।

তবে এই নৌরুটে ৫ টি নৌকা চলাচল করলেও এখন এই করোনার আবহে একটি নৌকাই চলছে । আর চালকের জীবিকার সম্বল শুধুমাত্র এই নৌকাই ।

Latest articles

Related articles