এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: শনিবার সারা রাজ্য জুড়ে লকডাউন জারি করে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের সেই নির্দেশিকা উপেক্ষা করে শিবের প্রতিষ্ঠা উপলক্ষে বিশাল ভোজের আয়োজন করা হলো পূর্ব বর্ধমানের শক্তিগড়ের কালিনগর গ্রামে। কয়েকশো লোকের সমাবেশ অনুষ্ঠিত হলো কার্যত লকডাউন ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে। অনুষ্ঠানটির আয়োজনের পিছনে স্থানীয় বিজেপির সক্রিয় সহযোগিতা ছিল তা স্থানীয় বিজেপি নেতার ফেসবুক পোস্ট থেকে পরিষ্কার বোঝা যায়। বিজেপি নেতা বিশ্বনাথ ভট্টাচার্য্য নিজের ফেসবুক ওয়ালে গর্বের সঙ্গে সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। ছবিতে সোশ্যাল ডিস্টেন্স কে মানা হয়েছে সেটা বোঝা যায় না। শিবের প্রতিষ্ঠা উপলক্ষে দু নম্বর জাতীয় সড়কের আন্ডারপাস থেকে কালিনগর পর্যন্ত দীর্ঘ ৬কিলোমিটার রাস্তাজুড়ে বর্ণাঢ্য একটি শোভাযাত্রার আয়োজন করে তারা। এ বিষয়ে শক্তিগড় থানার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও জানান উদ্যোক্তারা পুলিশকে জানিয়েছিল সামান্য কয়েকজন মিলে অনুষ্ঠানটি করা হবে বলে। কিন্তু পুলিশকে অন্ধকারে রেখে সম্পূর্ণ বেআইনিভাবে লকডাউন কে উপেক্ষা করে এই শোভাযাত্রা ও ভোজ অনুষ্ঠান করা হলো।
Related articles