লকডাউন মেনেই জানাজা সম্পন্ন করা হলো করিমগঞ্জের প্রথম করোনা আক্রান্ত শামীম আহমদের

এনবিটিভি, জামিল হোসেন, ২৪ জুলাই, আসাম: প্রশাসনের তত্ত্বাবধানে আজ শুক্রবার ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত বদরপুর আল-আমীন একাডেমীর প্রাক্তন শিক্ষক মাওলানা শামীম আহমেদের মৃতদেহ নিজ বাসভবন বদরপুরে নিয়ে আসা হয়।

কোভিড প্রটোকল মেনে সীমিত পরিসরে নিকটাত্মীয়ের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজ পাঠ করেন মৃত শামিমের ভাই মাহবুব আহমেদ।

জানাজা শেষে বদরপুর কোনাপাড়া গ্ৰামের ১১১২ নম্বর দারুটি এলপি স্কুলের নিকটস্থ কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়ে।

সেখানে উপস্থিত ছিলেন বদরপুরের সার্কেল অফিসার দীপমালা গোয়ালা, সাব ইন্সপেক্টর সামসুল হক, শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন, মাহবুব আহমেদ, প্রফেসর জয়নাল আবেদিন ও বিশিষ্ট শিক্ষক হিফজুর রহমান খাজাম সহ প্রমুখ।
মরহুমের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং উনার রুহে মাগফিরত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

Latest articles

Related articles