এনবিটিভি, ওয়েব ডেস্ক: অবশেষে বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে সোনিয়ার অনুরোধে হাজির হলেন ও থেকে গেলেন মমতা। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর ঠিক পাশের চেয়ারটিতেই বসে থাকতে দেখা যায় তাঁকে।
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু পৌঁছে যান তিনি। বিরোধী শিবিরের বৈঠকে যোগ দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ অনেকেই।
এদিন বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করে জানান, আলোচনা যথেষ্ট ইতিবাচক। ঐক্যবদ্ধ ভাবেই দেশের হিতে এবং বিজেপির দুর্নীতি বিরুদ্ধে কাজ করতে চায় বিরোধীরা। ১৮ জুলাই অর্থাৎ আগামী কাল ফের বৈঠকে বসবে ৩৪টি বিরোধী দল।