মমতার নেতৃত্বে পরীক্ষা পিছতে কেন্দ্রের বিরুদ্ধে সর্বদলীয় বৈঠক

এনবিটিভি ডেস্ক,মোজাফ্ফার আহমেদ,২৭শে আগস্ট,২০২০: নিট ( NEET), জেইই (JEE) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কেন্দ্র। গতকাল পরীক্ষার হলে প্রবেশপত্রও দিয়ে দিয়েছে। যখন দেশে প্রত্যেকদিন প্রায় ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে। পরীক্ষা অবশ্যই নেওয়া প্রয়োজন কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ মানুষের জীবন।
কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরই রাজনৈতিক দল গুলো এর প্রতিবাদ জানাতে থাকে। কখনো প্রদেশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী তো কখনো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে দ্বারস্থ হয় অনেকে কিন্তু লাভ হয়নি। গতকাল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি ভার্চুয়াল বৈঠক করা হয়। যেখানে কংগ্রেস শাসিত মুখ্যমন্ত্রীরা এবং অনন্যা দল গুলি ছিলেন। সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভার দেন সভা পরিচালনার।
বৈঠকের উদ্দেশ্য ছিল প্রধান মন্ত্রীর দপ্তরে পৌঁছানো। বৈঠকে উঠে আসে পরীক্ষা সংক্রান্ত সমস্যা গুলি।

Latest articles

Related articles