মানুষের সাথে প্রতারণা এবং বেআইনী কাজ করার অপরাধে ধৃত পাঁচ যুবকযুবতী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201010-WA0020

সল্টলেক,১০ অক্টোবরঃ

এক মোবাইল সংস্থার থেকে খবর পেয়ে সল্টলেকের বিজে ব্লকে রেড চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেন বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।।টেলিফোনের টাওয়ার বসানোর নাম করে ইন্ডিয়া জুড়ে মানুষকে প্রতারণা করত বলে অভিযোগ । অনেক নথি, ফেক টেলিকম, ইনস্টলেশন কনফার্মেশন, লেটার, চেক বুক সহ কম্পিউটার সিট।

পুলিশ সূত্রে খবর ,’ভারতী এয়ারটেল’ এর থেকে খবর পেয়ে সল্টলেকের বিজে ব্লকে একটি অফিসে তল্লাশি চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে জানতে পারেন অভিযুক্তরা ভারতের বিভিন্ন প্রান্তে এই অফিস থেকে ফোন করে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে প্রতারণা করত।এর পর পুলিশ সেই অফিেস গিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে।আজ তাদের বিধান নগর কোর্টে তোলা হবে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।ধৃতরা হলো অনিমেষ শ্রীবাস্তব ,বাপি পান্ডে, সুব্রত তালুকদার,প্রিয়া সিং এবংকিরণ প্রসাদ।পুলিশ জানান, এই রকম আইন বিরোধী কাজ এবং মানুষের সাথে প্রতারণার অপরাধে এই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এবং এই চক্রান্তে যারা যুক্ত আছে তাদেরকে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর