পরলোকগমন করলেন মাওলানা ওয়ালি রহমানি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

photo_2021-04-03_17-53-24

 

নিখিল ভারত মুসলিম ব্যক্তিগত বিধান পর্ষদ (AIMPLB)-এর সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালি রহমানি আজ দুপুরে পাটনায় ইনতিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন— আমরা তো আল্লাহর জন্য এবং তাঁরই দিকে আমাদের প্রত্যাবর্তন)।
তিনি সপ্তাহখানেক ধরে অসুস্থ ছিলেন। পাটনার পরশ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কয়েকদিন আগে তিনি করোনার প্রতিষেধক নিয়েছিলেন।
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ সৈয়দ ওয়ালি রহমানি ছিলেন ইমারতে শরিয়া বিহার, উড়িষ্যা ও ঝাড়খন্ডের আমির। তাঁর জন্ম ৫ জন্য ১৯৪৩।

তাঁর পুত্র মাওলানা মিন্নাতুল্লাহ রহমানিও স্বনামধন্য ব্যক্তিত্ব। সৈয়দ ওয়ালি রহমানি ‘রহমানি ৩০’-এর প্রতিষ্ঠাতা, যা প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। রহমানি ৩০ মুসলিম-অমুসলিম নির্বিশেষে দুঃস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আইআইটি, জেইই, এনইইটিসহ অন্যান্য প্রফেশনাল কোর্সের ফ্রি কোচিং দিয়ে থাকে।

১৯৭৪ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি ছিলেন বিহার বিধান পরিষদের সদস্য (এমএলসি)। এছাড়াও তিনি পালন করেছেন বিহার বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর