মাধ্যমিকে জেলার জয়, প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের অরিত্র, প্রাপ্ত নম্বর ৯৯.১৪ %

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200715-WA0005

এনবিটিভি ডেস্ক: মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে এবার রয়েছে ৮৪ জন। তারমধ্যে এবার কলকাতার কেউ নেই। সবথেকে ভালো ফল পূর্ব মেদিনীপুরের। প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের অরিত্র পাল। পেয়েছে ৯৯.১৪ %। নম্বর ৬৯৪।

দ্বিতীয় বাঁকুড়ার ওন্দার সায়ন্তন গড়াই ও কাটোয়ার কাশীরাম দাস স্কুলের অভীক দাস।

মেধাতালিকার তিন নম্বরেও জেলারই পড়ুয়ারা। বাঁকুড়ার কেন্দুয়াডিহির সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের ভবানীচক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র, উত্তর ২৪ পরগনার রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি।

মেয়েদের মধ্যে প্রথম দেবস্মিতাই। চতুর্থ বীরভূমের জেলা স্কুলের অগ্নিভ সাহা। পঞ্চম উত্তর দিনাজপুরের বংশীহারি হাইস্কুলের অঙ্কিত সরকার, বর্ধমান মিউনিসিপাল স্কুলের স্বস্তিক সরকার, রশ্মিতা সিনহা মহাপাত্র, মুর্শিদাবাদের বিভাবসু মণ্ডল। ষষ্ঠস্থানে রয়েছে ১২ জন, অষ্টম স্থানে দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশনের অয়ন ঘোষ সহ ১১ জন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর