আসানসোল পৌরনিগমের ভ্যাকসিন রিভিউ নিয়ে বৈঠক পুর কমিশনারের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210914_172635

উজ্জ্বল দাস, আসানসোল: আসানসোল পৌরনিগমে ভ্যাকসিন রিভিউ নিয়ে বৈঠক করলেন পুরো কমিশনার নীতিন সিংঘানিয়া। মঙ্গলবারের এই বৈঠকে পুরো কমিশনার নীতিন সিংঘানিয়া ছাড়াও পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডঃ দীপক গাঙ্গুলী সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, এদিনের বৈঠকে আসানসোল পৌরনিগম এলাকায় ভ্যাকসিন শিবির কেমন চলছে, তা নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে আসানসোল পৌরনিগমের কমিশনার নীতিন সিংঘানিয়া বলেন, পৌরনিগম এলাকায় ঠিকমতো ভ্যাকসিন দেওয়া হচ্ছে।প্রতিদিন 6 থেকে 10 হাজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে।এমনকি কোনো কোনো দিনে 11 এবং 12 হাজারও ভ্যাকসিন দেওয়া হয়েছে। পৌরনিগমের 18 টি স্বাস্থ্য কেন্দ্র এবং 30 টি অস্থায়ী কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর