জ্যোতির্ময় মন্ডল,এনবিটিভি,পূর্ব বর্ধমান: বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের মন্তেস্বর মাঝের গ্রাম অঞ্চলের প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক সরকারি সুযোগ সুবিধার দাবি জানিয়ে মন্তেস্বর ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখায়।পরিযায়ী শ্রমিক শেখ মোহম্মদ সানহাজ, রেজবুল কাজী, সূর্য নারায়ণ সরেন দের ক্ষোভ প্রায় মাস খানেক আগে বহু কষ্টে ভিন্ন রাজ্যে থেকে ফিরে এলেও কোনরূপ সরকারি সুযোগ সুবিধা পায়নি।
ব্লক অফিস থেকে চাল এবং ছোলার যে কুপন দেওয়া হয়েছিল তাও পায়নি। গত কয়েক মাস ধরে রোজকার বন্ধ থাকায় অর্থ সংকটেও রয়েছে তাদের পরিবার গুলি। তাদের দাবি এই মুহূর্তে প্রশাসন তাদের পাশে না দাঁড়ালে অনাহারে মরতে হবে পরিবার নিয়ে।এই সব দাবি নিয়ে পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখায়। যদিও ব্লক প্রশাসন এনবিটিভির ক্যামেরার সামনে এই বিষয় নিয়ে কোন কথা বলতে চাননি। মৌখিকভাবে জানানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে নানান ধরনের ভাবনাচিন্তা নেওয়া হচ্ছে প্রশাসন থেকে।একশো দিনের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের।যে সমস্ত শ্রমিকদের জব কার্ড নেই তাদের জন্য দ্রুত জব কার্ডের ব্যবস্থা করা হচ্ছে।