মোবাইল চার্জ দেবার সঠিক নিয়ম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200922-WA0015

এনবিটিভি ডেস্ক: সবার ভালোর জন্য আজকে আমাদের এনভিটিভিতে অন্যান্য রকম একটি পোস্ট ৷ সারাদিনই সোশ্যাল মিডিয়ায় চোখ আর সারারাত চার্জে বসানো থাকে ফোন। তাই ফোনের ওপর চাপ কিন্তু কম নয়। সঠিক নিয়ম মেনে মোবাইল চার্জ দিলে অনেক দিন ব্যাটারি ভালো থাকে। আর ব্যাটারি অনেক দিন ভালো থাকলে মোবাইলও ভালো থাকবে।

তবে বেশিরভাগ মানুষ মোবাইল চার্জ দেয়ার সঠিক নিয়ম জানেন না। এ কারণে অল্প দিনের মধ্যে মোবাইলের ব্যাটারিতে সমস্যা দেয়া দেয়। ফলে বিপাকে পড়তে হয় আপনাকে।

সঠিকভাবে মোবাইল চার্জ না দিলে ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যায়। আসুন জেনে নিই মোবাইল চার্জ দেয়ার সঠিক ৫ নিয়ম-
১. মোবাইলে ৫০-৯০ শতাংশ চার্জ সবসময় রাখতে হবে। ৫০ শতাংশ কমে গেলে চার্জ দিতে হবে।
২. মোবাইল ৯০-৯৫ শতাংশ থেকে বেশি চার্জ দেয়া যাবে না। ৯০ শতাংশ ব্যাটারি চার্জ হয়ে যাওয়ার পর চার্জার খুলে দিতে হবে।
৩. চার্জের পরিমাণ ২০ শতাংশ থেকে কমতে দেয়া যায় না।
৪. মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৫. অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে প্রায় প্রত্যেক সময়, কিছু না কিছু অ্যাপস কাজ করতেই থাকে। যেগুলো সাধারণ প্রয়োজন হয় না। অযথা মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় কোনো কিছু ব্যবহার না করলে ভালো।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর