
১) দুটো গাড়িতে রেষারেষির কারণ কি ?
২) একদল মানুষ অত রাতে ওখানে কি করছিল ? ( অভিযোগ দুষ্কৃতিদের গাড়িতে মদের বোতলের সন্ধান পাওয়া গেছে ) ।
৩) ক্রিমিনাল সাইকোলজি বলে, অপরাধ না করলে কেউ পালায় না। কিন্তু এখনো দুষ্কৃতিদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ কিসের ভিত্তিতে এক্সিডেন্টের তত্ত্ব খাড়া করছে ?
৪) দুষ্কৃতিদের গাড়ির নম্বর থেকে, গাড়ির মালিকের হদিস নেওয়া হচ্ছে না কেন ?