সোমবার থেকে অসমে অনির্দিষ্টকালের জন্য চাকা বন্ধ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201004-WA0026

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম) : বিভিন্ন দাবির ভিত্তিতে আগামী সোমবার থেকে অসমে অনির্দিষ্টকালের জন্য চাকা বন্ধ থাকবে । বিভিন্ন দাবির ভিত্তিতে সারা অসম মটর পরিবহন সংস্থা পাঁচ অক্টোবর থেকে চাকা বন্ধের ডাক দিয়েছে। অসম মটর পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ দাস জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে সরকার দ্বারা জারিকৃত লকডাউনের সময় আমাদের ট্যাক্স রেহাই দিতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বার বার আহ্বান জানিয়েছিলাম । কারন, যেহেতু ৫০% যাত্রী বহন এর কথা বলা হয়েছিল তাই আমাদেরকেও ৫০% কর রেহাই দেবার দাবি জানিয়েছিলাম। গত ছমাস গাড়ি বন্ধ ছিল তবু ও আমরা বীমার টাকা শোধ করেছি। তাই আমাদের ও বীমার সময় ছমাস বাড়ানোর দাবি জানিয়েছি। তাছাড়া প্রদীপ দাস আরও বলেন, যেখানে – সেখানে টোলগেট বসিয়ে যাত্রীবাহী গাড়ি মালিকদের উপর হ্যামারিং করা হচ্ছে। এইসব টোলগেটের মাধ্যমে চরম অরাজকতা চলছে। তার অভিযোগ, গুয়াহাটি থেকে চারিয়ালিতে যেতে হলে ১৩৫ টাকা করে নেওয়া হয়। অন্য জেলা থেকে আগত যাত্রীবাহী গাড়ি থেকে ৫৩৫ টাকা করে নেয় টোলগেট কর্তৃপক্ষ। এ কেমন বিচার? প্রশ্ন তুলে সারা অসম মটর পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ দাস আরও জানান, ৫০% যাত্রী বহন এর যেমন অনুমতি দেওয়া হয়েছে, তেমনই যাত্রী ভাড়া ৫০% বেশি নেওয়ার অনুমতি দিতে হবে। এইসব সমস্যা সমাধানের দাবি জানিয়ে একটি স্মারকপত্র পরিবহন কমিশনারকে দেওয়া হয়েছে। যদি এই দাবি মানা না হয় তাহলে সোমবার থেকে চাকা বন্ধ রাখতে বাধ্য হব।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর