মন্তেস্বর গ্রাহক বিদ্যুৎ পরিসেবা কেন্দ্রের সামনে তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ

এনবিটিভি, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান: সোমবার বিকালে মন্তেস্বর গ্রাহক বিদ্যুৎ দপ্তরের সামনে তিন দফা দাবী সমূহ নিয়ে বিক্ষোভ দেখাল দেনুর অঞ্চলের কিছু বাসিন্দা। এই বিক্ষোভ অবস্থানে নেতৃত্বে ছিলেন দেনুর গ্রামের কমল বোস, ধেনুয়া গ্রামের মেহের আলী শেখ, মৌসা গ্রামের সামসাদ শেখ, গলাতুন গ্রামের প্রনব সাঁতরা দের অভিযোগ বিদুৎ অল্প খরচ হওয়া সত্বেও চারগুন বিল এসেছে, অথচ গত কয়েক মাস ধরে সামান্য কারণেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে, বারবার বিদ্যুৎ দপ্তরে জানানো সত্বেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই দিন অফিসে আসেননি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার রাহুল কুমার। বিষয় গুলো খতিয়ে দেখা হবে বলে ফোনে জানিয়েছেন তিনি।
দাবি সমূহ হলো :
1. গ্রাহকদের অধিক ভুতুড়ে বিদ্যুৎ বিল যাওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
2. দীর্ঘদিন ধরে ট্রান্সফর্মার ফিটার নিয়ে সমস্যা, টোল ফ্রি নম্বরে বুকিং সত্বেও সময় মতো সার্ভিস না দেওয়া।অবিলম্বে তা খতিয়ে দেখে গ্রাহকদের সার্ভিস দিতে হবে।
3. বিদ্যুৎ বিচ্ছিন্ন মিটারে বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্বেও দীর্ঘ দিন বিদ্যুৎ সংযোগ না দেওয়া, বিদ্যুৎ বিল দেওয়া গ্রাহক দের অবিলম্বে বিদ্যুৎ সংযোগ করা। এই সব দাবিগুলো নিয়ে দেনুর অঞ্চলের কিছু বাসিন্দা মন্তেস্বর বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ অবস্থান করেন।

Latest articles

Related articles