আন্দোলনের চাপে কমানো হল স্কুলে অতিরিক্ত ভর্তি ফি,খুশি ছাত্র-ছাত্রীরা

এনবিটিভি ডেস্ক,হরিশ্চন্দ্রপুর,২৪ আগস্ট: হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে আন্দোলন করেছিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এআইডিএসও সংগঠন। ভর্তি ফি মুকুবের দাবিতে বুধবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপিও প্রদান করেন এআইডিএসও। আন্দোলনের চাপে পড়ে স্কুল কর্তৃপক্ষ সোমবার ছাত্র-ছাত্রী, অভিভাবক অভিভাবিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে স্কুলে একটি জরুরী মিটিং এর আয়োজন করেন। মিটিং এ সিদ্ধান্ত হয় ৫৩০ টাকা থেকে ভর্তি ফি কমিয়ে সরকারি নির্দেশিকা অনুযায়ী ২৪০ টাকা করা হয়।

সংগঠনের পক্ষে বিশ্বজিৎ সাহা বলেন ,হরিশচন্দ্রপুর এলাকার বিভিন্ন স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিচ্ছে। লকডাউনে কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা। তারা কিভাবে এই ভর্তি ফি দিবেন বলে দুশ্চিন্তায় পড়েছেন। ভর্তি ফি কমানোর প্রতিবাদে এই আন্দোলন বলে জানান। আন্দোলনের চাপে পড়েই ভর্তি ফি কমানো হয়েছে বলে দাবি এআইডিএসও’র।

মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্কুলে নানা খরচ রয়েছে তার জন্যই এই অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হয়েছে। মহেন্দ্রপুর এলাকাটি যেহেতু পিছিয়ে পড়া তাই ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সুবিধার্থে সরকারি নির্ধারিত ভর্তি ফি ২৪০ টাকা করে নেওয়া হবে বলে জানান। ইতিমধ্যে যারা ৫৩০ টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের অতিরিক্ত ভর্তি ফি ফিরিয়ে দেওয়া হবে বলে জানান।

Latest articles

Related articles