পরিকাঠামোর অভাব , এলাকাবাসীর দাবি আধুনিক ফেরিঘাটের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200824-WA0016

এনবিটিভি ডেস্ক: দুটি ব্লকের ৩০টার বেশি গ্রামের মানুষের সারা বছরের যাতায়াতের ভরসা মন্তেস্বর ব্লকের সুটরা গ্রামের ফেরি ঘাট।প্রতিদিন মন্তেস্বর ও পূর্বস্থলীর হাজারেও বেশি মানুষ যাতায়াত করেন এই পথে। কিন্তু যাত্রী পরিষেবার দিকে কোনও নজর দেওয়া হয় না বলে অভিযোগ এলাকাবাসীর।আধুনিক ফেরি ঘাটের দাবিও তুলেছেন তারা।

খাড়ি নদীর এক পারে গ্রামগুলো রয়েছে মন্তেস্বর ব্লকের সুটরা, হাজরাপুর, মথুরা,দুয়ারী, রাউৎ গ্রাম,সোনাডাঙ্গা, ফকির ডাঙ্গা,অন্য পারে রযেছে পূর্বস্থলীর ব্লকের গাগড়া, কোরাপুর ,সোনাকুড়ি, বেলগড়িয়া, কদমতলা , দোগেছিয়া গ্রামগুলি। সুটরা গ্রামের বাসিন্দা কল্লোল গণ, সমীর গোস্বামী, কদমতলার শিশির বাগ, গাগরার সজল বারিক, রাউৎ গ্রামের আকবর শেখরা জানান সারা বছর যাতায়াতের পাশাপাশি, কৃষি পণ্য আমদানি ও রফতানি করা হয় এই জলপথে। পূর্বস্থলীর পারুলিয়া বাজারের কৃষিজ পণ্য প্রতিদিনই নদী পেরিয়ে পুটশুড়ি, কুসুমগ্রাম, মন্তেস্বর বাজারে এনে বিক্রি করা হয়।আবার পূর্বস্থলী ব্লকের প্রায় চারশো ছেলে মেয়ে পড়াশোনা করে সুটরা হাই স্কুলে। বর্ষায় স্কুল আসতেও সমস্যা হয় তাদের।
নিত্য যাতায়াত কারীদের দাবি ফেরি ঘাটের আসা যাওয়ার রাস্তা বেহাল, বৃষ্টিনামলে দাঁড়ানো মতো কোনও আচ্ছাদনও নেই ঘাটের দুই পাড়ে।

তাই এই এলাকাবাসীর দাবি চিরস্থায়ী সেতু বা আধুনিক ফেরী ঘাট হোক।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর