ভারত বিরোধীতার কারণে দেশের ভেতরেই সমালোচিত মুইজ্জু

নিজ দেশেই ভারত বিরোধী অবস্থানের কারণে সমালোচিত হচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দেশটির দুটি প্রধান বিরোধী দল মুইজ্জুর নীতির বিরোধীতা করে জানিয়েছে ভারত বিরোধী নীতির কারণে  দ্বীপ রাষ্ট্রটির উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে।

মুইজ্জুর নীতির সমালোচনা করা দল দুটি হলো মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ও ডেমোক্র্যাটরা।

২০২৩ সালের নির্বাচনে ভারত-বিরোধী নীতির কারণে নির্বাচনে জয় লাভ করেন রাষ্ট্রপতি মোহামেদ মুইজ্জু  জিতেছিলেন। তার পূর্বসূরীরা ছিলেন ভারতপন্থী।

দুটি বিরোধী দল ভারতকে ‘সবচেয়ে দীর্ঘস্থায়ী মিত্র’ উল্লেখ করে বলেছে বলেছে, ‘এমডিপি ও ডেমোক্র্যাট উভয় দলই বিশ্বাস করে যেকোনও উন্নয়ন সহযোগীকে বিচ্ছিন্ন করা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে, বিশেষ করে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী মিত্রের ক্ষেত্রে।’

‘বিদেশি নীতির দিকনির্দেশনা’ সম্পর্কে তাদের বক্তব্য হলো, মালদ্বীপ সরকারকে অবশ্যই সমস্ত উন্নয়ন অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে যেমনটি এটি ঐতিহ্যগতভাবে করেছে। ভারত মহাসাগরে স্থিতিশীলতা ও নিরাপত্তা মালদ্বীপের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অত্যাবশ্যক।

মালদ্বীপের সংসদের ৮৭টি আসনের মধ্যে বিরোধী দল দুইটি যৌথভাবে ৫৫টি আসন পেয়েছে।

Latest articles

Related articles