দেউচার পাচামি ও দেওয়ানগঞ্জ পরিদর্শনে দলিত আদিবাসী ও মুসলিম সংগঠনগুলি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ডেপুটেশন দিচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতারা
ডেপুটেশন দিচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতারা

কয়লাখনির নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন

মিজানুল হকঃ বীরভূমের দেউচা, দেওয়ানগঞ্জ, হরিণসঙ্গ প্রভৃতি এলাকা ‌জুড়ে এশিয়ার বৃহত্তম কয়লাখনির প্রস্তাব ‌রাজ্য সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। সেখানে বসবাসরত আদিবাসী ও মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেন দলিত আদিবাসী ও মুসলিম সংগঠনগুলি। তাদের আর্থ সামাজিক উন্নয়ন ও তাদের স্বার্থ সুরক্ষা রক্ষার বিষয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিন বীরভূমের সিউড়িতে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন এই সংঘটিত প্রতিনিধিদল। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কাউন্সিল এর সভাপতি ও AIMIM রাজ্য নেতা সাবির এস. গাফফার , অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের রাজ্য নেতা ইমরান সোলাঙ্কি , সংবিধান বাঁচাও পার্টির সভাপতি সমীর দাসরা এদিন জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এবং স্পষ্টত তাঁরা জানান মানুষের ক্ষতি হলে কয়লাখনি চাইনা। যদি‌ তারা স্বেচ্ছায় তাদের জমি দিতে চায় তবেই হবে। স্থানীয় বাসিন্দাদের সমষ্টিগত মতামতকেই প্রাধান্য দেওয়ার পক্ষেই প্রতিনিধিদল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর